হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আখাউড়ায় যুবকের আত্মহত্যা: পুলিশ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি তাঁর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। 

এ ঘটনা ঘটেছে আখাউড়া পৌরসভার রাধানগর (সাহাপাড়া) এলাকায়। ওই যুবকের নাম অন্তর রায় (২২)। তিনি ওই এলাকার পল্টু রায়ের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

স্থানীয়রা বলছে, মঙ্গলবার দিবাগত রাতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তর রায়। তিনি আত্মহত্যা করার আগে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন। 

অন্তর রায়ের ফেসবুক ওয়ালে দেওয়া স্ট্যাটাসে লেখেন—‘জীবনটা অনেক সুন্দরভাবে গোছাতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা সবকিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়-স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে মাফ করে দেবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিলো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম