হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আখাউড়ায় যুবকের আত্মহত্যা: পুলিশ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি তাঁর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। 

এ ঘটনা ঘটেছে আখাউড়া পৌরসভার রাধানগর (সাহাপাড়া) এলাকায়। ওই যুবকের নাম অন্তর রায় (২২)। তিনি ওই এলাকার পল্টু রায়ের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

স্থানীয়রা বলছে, মঙ্গলবার দিবাগত রাতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তর রায়। তিনি আত্মহত্যা করার আগে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন। 

অন্তর রায়ের ফেসবুক ওয়ালে দেওয়া স্ট্যাটাসে লেখেন—‘জীবনটা অনেক সুন্দরভাবে গোছাতে চাইছিলাম। কিন্তু মনের মানুষকে না পাওয়া, আপন মানুষগুলোর ভুল বোঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা সবকিছু মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয়-স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে মাফ করে দেবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিলো না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ 

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি