হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় তরুণীকে কুপিয়ে হত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে ঝর্ণা আক্তার (১৭) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় চৌধুরী। নিহত তরুণী ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে 

জানা গেছে, ঝর্ণার বাবা বাড়ির পাশে দোকানে চা বিক্রি করেন। এক বছর পূর্বে তার মা মারা যায়। একমাস পূর্বে দুবাই প্রবাসী জোড্ডা গ্রামের ফুফাতো ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। বয়স পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার কথা ছিল। 

ঝরনা গোত্রশাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় ঘরে কেউ না থাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা নিজ ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পরে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

নিহতের বোন তানিয়া আক্তার বলেন, ‘আমার বোনকে কে বা কারা কুপিয়ে হত্যা করেছে চিনতে পারি নাই। রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।’ 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের