হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা হত্যা: ৩ জনকে আসামি করে মামলা 

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তিতাস থানায় হত্যা মামলা করেছেন। 

মোস্তফা কামাল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

নিহতের ছোট ভাই আবুবকর ছিদ্দিক বলেন, আড়াই বছর আগে একই গ্রামের সাইদুরের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়। সেই থেকে বিভিন্ন সময় সাইদুর মোস্তফা কামালকে হত্যার চেষ্টা করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান ও মোস্তফা কামাল এলাকায় নানা অপরাধের সঙ্গে যুক্ত আছেন। তাস খেলার কথা বলে মোস্তফাকে গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সাইদুর রহমান। পরে নয়াচর এলাকায় নিয়ে মোস্তফার গলায় ছুরিকাঘাত করেন। চিৎকারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইদুর পালিয়ে যায়। 

তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা পাঁচ–ছয়জনকের আসামি করা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে। মোস্তফার বিরুদ্ধে পাঁচটি ও সাইদুরের বিরুদ্ধে চারটি চুরি–ডাকাতির মামলা রয়েছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প