হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জি এম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা রওশনপন্থীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কথায় কথায় জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতাদের অব্যাহতির প্রতিবাদে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাপার রওশন এরশাদপন্থীরা। আজ রোববার বিকেলে জেলা সমবায় মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের টি এ রোড ঘুরে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, জেলা জাপার সাবেক আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত দুইবাবের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অগণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। এটি পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্বেচ্ছাচারিতা। জি এম কাদের রাতের অন্ধকারে চেয়ারম্যানের পদ দখল করে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন। এ অবস্থায় এরশাদপ্রিয় জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারে না। 

বক্তারা আরও বলেন, এই অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত না হলে তৃণমূলের কর্মীরা দাঁতভাঙা জবাব দেবে। সেই সঙ্গে বক্তারা জাপার চেয়ারম্যান জি এম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। 

এ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা জাপার রওশনপন্থী গ্রুপের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলাল। সদস্যসচিব সৈয়দ মোকাব্বেরের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ খান, আবদুল আজিজ, যুগ্ম সদস্যসচিব সৈয়দ এজাজ আহমেদ জীবন, আজিম খান বাবু, জালাল উদ্দিন ভূঁইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার রওশন এরশাদপন্থী গ্রুপের আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট শরিফ, শান্তা ইসলাম, মো. জামাল মিয়া, মো. জসিম, ফরিদ সরকার, জামাল মিয়া, রশিদ মিয়া, আলমগীর মিয়া, আতাউর রহমান ও মনির প্রমুখ। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির