হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে হাজারো মুসল্লির একযোগে ঈদের নামাজ আদায়

বান্দরবান প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় শহরের হাজার হাজার মুসল্লি একযোগে সৃষ্টিকর্তার প্রতি সেজদায় নত হয়ে নিজেদের ভক্তি নিবেদন করেন।

প্রথম জামাতে ইমামতি করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মুঈন। 

এদিকে জামাতের আগে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে শুভেচ্ছা বাণী পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারীদের ঈদ শুভেচ্ছা জানান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

পরে জেলার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন বনরুপাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল।

এ ছাড়া বান্দরবান পুলিশ লাইনস জামে মসজিদ, ইসলামী শিক্ষা কেন্দ্র জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজ ও মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত