হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে হাজারো মুসল্লির একযোগে ঈদের নামাজ আদায়

বান্দরবান প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় শহরের হাজার হাজার মুসল্লি একযোগে সৃষ্টিকর্তার প্রতি সেজদায় নত হয়ে নিজেদের ভক্তি নিবেদন করেন।

প্রথম জামাতে ইমামতি করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মুঈন। 

এদিকে জামাতের আগে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে শুভেচ্ছা বাণী পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারীদের ঈদ শুভেচ্ছা জানান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

পরে জেলার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন বনরুপাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল।

এ ছাড়া বান্দরবান পুলিশ লাইনস জামে মসজিদ, ইসলামী শিক্ষা কেন্দ্র জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজ ও মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের