চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের দুই দিন পর শঙ্খ নদী থেকে হরিপদ ঘোষ (৭৬) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
হরিপদ ঘোষ আনোয়ারা উপজেলার পরৈকড়ার ইউনিয়নের গ্রামের মৃত সারদা চরণ ঘোষের ছেলে।
এর আগে গত শুক্রবার আনোয়ার অংশে শঙ্খ নদীর নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন হরিপদ ঘোষ। এদিন তার পরিবারের সদস্যরা আনোয়রা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রামদাসহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরিয়া ইউনিয়নের উত্তর পুকুরিয়ায় শঙ্খ নদী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’