হোম > সারা দেশ > বান্দরবান

তুমব্রু শূন্যরেখায় সংঘর্ষ: সীমান্তবর্তী গ্রামে আশ্রয় নিয়েছেন হাজার হাজার রোহিঙ্গা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

তুমব্রু শূন্যরেখায় সংঘর্ষের ঘটনার পর প্রায় রোহিঙ্গা শিবির থেকে প্রায় সোয়া ৪ হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে বাংলাদেশ সীমানার তুমব্রু খাল পার হয়ে অনুপ্রবেশ করে আশ্রয় নিয়েছেন তুমব্রু গ্রামে। অন্যত্র পালাতে চাইলেও বিজিবির বাধার মুখে পড়েন তাঁরা। পরে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বাড়ি-ঘরের উঠোনে ও পেছনে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছেন রোহিঙ্গারা।

এদিকে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গাদের তালিকা করছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। রোহিঙ্গাদের প্রায় ৬৩০টি পরিবারের সদস্যদের গণনা কাজ করেছেন ৮ জন কর্মী। আজ রোববার সকাল থেকে এই গণনার কাজ শুরু হয়। সংঘর্ষের ঘটনার দিন থেকে তিন দিনে রোহিঙ্গারা ওই গ্রামে আশ্রয় নেন।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ শফিক আহমদ এসব তথ্য নিশ্চিত করেন। সন্ধ্যায় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিয়েছেন, তাই আমি গণনাকারীদের নিয়ে এ কাজ শুরু করেছেন।’

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, ‘আমি ৮ গণনাকারীকে দিয়ে গণনার কাজ শুরু করছি। সমন্বয়কের দায়িত্ব দিয়েছি ১ নম্বর মেম্বারকে। তারা প্রথম দিনে ৩ শত পরিবার গণনা করেছেন। যাতে প্রায় ২ হাজার রোহিঙ্গা সদস্য পাওয়া গেছে। বাকিদের আগামীকাল সোমবার গণনা করা হবে।

তিনি আরও বলেন, ‘এ রোহিঙ্গা আমার জন্য বিষফোড়া। যত তাড়াতাড়ি তারা বিদায় নেবে ততই আমার জন্য কল্যাণ হবে। কারণ তারা তুবরু গ্রামের সব পরিবেশ নষ্ট করছে।’

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০২২ তারিখে কোনারপাড়ার শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা শিবিরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে কক্সবাজার ডিজিএফআইয়ের কর্মকর্তা নিহত হওয়ার পর এই রোহিঙ্গা ক্যাম্পে এত দিন থমথম পরিস্থিতি বিরাজ করছিল। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাভিত্তিক দুটি পক্ষের মধ্যে গোলাগুলিসহ সংঘর্ষ বাধে। এতে ৬২১টি বাড়িঘরসহ বাস্তুহারা হয় সোয়া ৪ হাজার রোহিঙ্গা। এর মধ্যে শিশু রয়েছে অন্তত দেড় হাজার। বয়স্ক লোকের সংখ্যা হাজারেরও বেশি।

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা