হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে ফরিদা আক্তার (৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইয়াকা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই নারী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইয়াকা নামক এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। আমজাদ হোসেন পেশায় একজন সিএনজিচালক। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নিহতের স্বামী আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমারদের মধ্যে এমন কোনো সমস্যা হয়নি যে, সে আত্মহত্যা করতে হবে। পারিবারিক বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করেই সে আমার সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।’

আখাউড়া থানার উপপরিদর্শক মঈনুল হোসেন খান আজকের পত্রিকাকে জানান, বুধবার রাত ১১টার দিকে ওই নারীর স্বামী বাসায় খাবার খেতে গেলে তাঁদের দুজনের মধ্যে পারিবারিক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী রুম থেকে বেরিয়ে যান। এই সুযোগে ওই নারী বিষপানে আত্মহত্যা করেন। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির