হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে ফরিদা আক্তার (৩০) নামের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইয়াকা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওই নারী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইয়াকা নামক এলাকার আমজাদ হোসেনের স্ত্রী। আমজাদ হোসেন পেশায় একজন সিএনজিচালক। 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নিহতের স্বামী আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমারদের মধ্যে এমন কোনো সমস্যা হয়নি যে, সে আত্মহত্যা করতে হবে। পারিবারিক বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করেই সে আমার সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে।’

আখাউড়া থানার উপপরিদর্শক মঈনুল হোসেন খান আজকের পত্রিকাকে জানান, বুধবার রাত ১১টার দিকে ওই নারীর স্বামী বাসায় খাবার খেতে গেলে তাঁদের দুজনের মধ্যে পারিবারিক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী রুম থেকে বেরিয়ে যান। এই সুযোগে ওই নারী বিষপানে আত্মহত্যা করেন। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ