হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ২৪

প্রতিনিধি

হোমনা (কুমিল্লা): হোমনায় এক কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৪ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ফুজুরকান্দি, ঘাড়মোড়া, নিলখি ও শ্রীপুর গ্রামে ঘুরে ঘুরে লোকজনকে কামড়িয়ে আহত করে কুকুরটি।

কুকুরের কামড়ে আহতরা হলেন-ঘারমোড়া গ্রামের রুশিয়া বেগম (৫০), শাওন (১২), সেলিম (২৫), মিরাজ (২৮), মারিয়া (৬), জিসান (৭), খাদিজা (১৪), শাহনাজ (৩০), মো. লিটন (৪০) ফজুরকান্দি গ্রামের তাছরিফা (৮), আঃ রহমান (৫), হোসাইন (৬) শারমিন (২৬), রহিমা (৬), সামিয়া (৮), আতিক (১২), খোদেদাউদপুর গ্রামের মাসুদা (২৮), শ্যামপুর গ্রামের শাওন (১০), শ্রীপুর গ্রামের রাফি (৮) ও নিলখী গ্রামের মনোয়ারা বেগম (৫৫), ফজিলত বেগম (৬০), আনোয়ারা বেগম (৬০), ফয়েজুদ্দিন (৬৫), মামুন (৩০)।

কুকরের কামড়ে আহত মিরাজ বলেন, আমি দুপুরে ঘাড়মোড়া বাজারের ভেতরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ কুকুরটি আমার হাঁটুর ওপরে কামড় দেয়। তখন আমি কুকরটিকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কুকুরটি আবার আমার বুকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। এরপর যাকে সামনে পেয়েছে সবাইকেই কামড়িয়ে আহত করেছে কুকুরটি।

হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম শিকদার জানান, এ পর্যন্ত কুকুরের কামড়ে আহত ১৮ জন চিকিৎসা নিয়েছেন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্ক টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

ঘাড়মোড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা জানান, রাতে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে লাঠি দিয়ে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলেছে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি