হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে লরিচাপায় পিষ্ট অটোরিকশা, নিহত ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী লরির চাপায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন। নিহতরা একটি অটোরিকশার চালক ও যাত্রী। এতে আহত হয়েছে আরও দুজন। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার মিয়াবাজারে মহাসড়কের কাশিনগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি সন্ধ্যায় নিশ্চিত করেছেন, মিয়ার বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম।

নিহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া এলাকার মো. ইব্রাহিম (৪০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আমান জানান, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যান। আহত হন আরও ২ জন। পরে হতাহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনার স্থলে এসে লরি গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহদাৎ বলেন, দুজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে