হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবির দুই শাটল মুখোমুখি, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম, নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শাটল মুখোমুখি হওয়ার পর অল্পের জন্য রক্ষা পেয়েছে ট্রেন দুটি। এই ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলওয়ে। আজ সোমবার বিকেল ৩টার দিকে ষোলোশহর স্টেশনে এই ঘটনা ঘটে। 

রেলওয়ের সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামের উদ্দেশে আসছিল ১৩৮ নম্বর শাটল ট্রেন। অন্যদিকে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিল ১৩৯ নম্বর শাটলটি। দুই নম্বর গেটে দাঁড়িয়ে থাকা ১৩৮ নম্বর শাটলটি সিগন্যাল অমান্য করে ষোলোশহর স্টেশনের দিকে চলে আসে। অন্যদিকে ১৩৯ নম্বর শাটলটি ষোলোশহর স্টেশনের দিকে যাচ্ছিল। ভাগ্যক্রমে ট্রেনটি স্টেশন পার হয়নি। ১৩৮ নম্বর ট্রেনটি আসতে দেখে তার আগেই ১৩৯ নম্বর ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। ট্রেনটি যদি স্টেশন পার হতো তাহলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হতো।

এই ঘটনায় কার দোষ, সেটি বের করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভারপ্রাপ্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান ছাড়াও আরও একজনকে সদস্য করা হয়েছে। তবে তার নাম তৎক্ষণাৎ পাওয়া যায়নি। 

চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, দুই ট্রেন মুখোমুখি সংঘর্ষ হতে পারত। কেন এই ঘটনা ঘটেছে, সেটি বের করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল