গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র রাঙামাটির কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে। চালু করা হয়েছে ৩ নম্বর ইউনিট।
কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)। কাপ্তাই হ্রদে বর্তমানে ৮৯ দশমিক ৭৬ এমএসএল পানি থাকার কথা থাকলেও আজ সকাল ৯টা পর্যন্ত ৭৭ দশমিক ০৪ এমএসএল পানি রয়েছে।
আজ রোববার সকালে কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রে ৫টি ইউনিটের মধ্যে ৩টি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ মেগাওয়াট ও ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এ ছাড়া ১ নম্বর ইউনিট পুনর্বাসনের জন্য বন্ধ থাকলেও ৪ নম্বর ইউনিটটি হ্রদে পানির বৃদ্ধি পেলে প্রয়োজনে চালু করা হবে বলেও জানান তিনি।
কেন্দ্রের ব্যবস্থাপক আরও বলেন, এখন বর্ষা মৌসুম প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ফলে ধীরে ধীরে কাপ্তাই হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।
উল্লেখ্য, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।