হোম > সারা দেশ > কক্সবাজার

বন কর্মকর্তাকে হত্যা, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ বাপ্পীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম। এর আগে মামলার ৫ নম্বর আসামি ছৈয়দ করিমকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহর থেকে আজ (সোমবার) বন কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ডাম্পার ট্রাকচালক বাপ্পীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তাঁকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গ্রেপ্তার ডাম্পার ট্রাকচালক উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে।

এর আগে ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে অভিযানে গেলে বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে (৩০) ডাম্পার ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়। হামলায় মোহাম্মদ আলী (২৭) নামে আরও এক বনরক্ষী আহত হয়েছেন।

নিহত বিট কর্মকর্তা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন এবং মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনার পরদিন থানায় ১০ জনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শফিউল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ