হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে নগদ অর্থ বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার ইমান আলী মৌলভীবাড়ির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীসহ বিত্তশালী সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি, তাঁরা সবাই মধ্যবিত্ত। তাঁরা নিজ উপার্জনে সম্মানের সঙ্গে দিন যাপন করতেন। কিন্তু হঠাৎ সংগঠিত অগ্নিকাণ্ডে সঙ্গে থাকা পরনের কাপড় ছাড়া সবকিছু হারিয়ে আজ নিঃস্ব তারা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই ছয় পরিবারকে পুনর্বাসনে আমরা যদি সবাই নিজ উদ্যোগে এগিয়ে আসি, তাহলে তারা অচিরেই আগের অবস্থায় ফিরে যাবে।’

নগদ অর্থ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোরসালিন, কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বদিউল আলম বদরুল, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্যসচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসন আলী, সহসভাপতি মহসিনসহ প্রমুখ।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল