হোম > সারা দেশ > ফেনী

কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা করোনার টিকা পায়নি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ হাজার শিক্ষার্থী করোনার টিকা পেলেও টিকাবঞ্চিত রয়েছে কওমি মাদ্রাসার প্রায় ৮ হাজার শিক্ষার্থী। তবে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তাদের টিকা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দারুল উলুম আল হোসাইনিয়া উলামা বাজার মাদ্রাসা, পৌরসভার তালিমুদ্দিন হালিমিয়া মাদ্রাসা, মতিগঞ্জের কদমতলা, ভাদাদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, তাদের কোনো শিক্ষার্থী টিকাদানের বিষয়টি অবগত নয়। যে কারণে তারা জন্মনিবন্ধনসহ আবেদনও করেনি।

উপজেলার ৭০টি কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী প্রায় আট হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসেনি।

নুরানি তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশের সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তালিমুদ্দিন হালিমিয়া মাদ্রাসার শিক্ষক কারি ইসমাইল জানান, অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কয়েকটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে ভালো হবে। এভাবে ধাপে ধাপে সবাইকে টিকাদানের আওতায় আনা সহজ হবে।

তানজিমুল মাদারিসিল কওমিয়া ফেনী জেলার সহসভাপতি মাওলানা খলিলুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষক প্রতিনিধি পাঠানো হলে তাঁদের শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। শিক্ষা কর্মকর্তার কাছে গেলে অফিসের লোকজন বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য টিকার বরাদ্দ আসেনি। তখন ঢাকায় যোগাযোগ করা হলে তারা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়ার কথা বলে। তবে তা কবে নাগাদ দেওয়া হবে তা জানায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, কওমি মাদ্রাসার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। তাদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, প্রতিষ্ঠানগুলোতে গিয়ে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তা দ্রুততম সময়ের মধ্যেই করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এম জহিরুল হায়াত জানান, উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও টিকা পাবে। তবে তাদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট