হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা মো. মিলাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই গতকাল বৃহস্পতিবার মিলাদ হোসেনকে অভিযুক্ত করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

পরে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কমলনগর থানার পুলিশ।

পুলিশ বলছে, তিন বছর আগে কিশোরীর মায়ের (স্বামী-পরিত্যক্তা) সঙ্গে সোনাইমুড়ী এলাকার নুরুল হকের ছেলে মিলাদ হোসেনের বিয়ে হয়। এরপর থেকে অভিযুক্ত মিলাদ ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকেন। গত বুধবার সকালে তাঁর স্ত্রী বোনের বাড়িতে বেড়াতে যান। ওই রাতে জুসের সঙ্গে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে দেন মিলাদ। পরে অচেতন হয়ে পড়লে তিনি তরুণীকে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্রও ধারণ করেন। পরে সকালে কিশোরীর মামি তাকে ডাকাডাকি করলে কিশোরী দরজা খুলে দেয়। কিন্তু এ সময় বিবস্ত্র অবস্থায় দেখে তার মামি স্থানীয় গণ্যমান্যদের জানালে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে মিলাদকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী কিশোরীর খালা বলেন, ‘অনেকক্ষণ ডাকাডাকির পর আমার ভাগনি দরজা খোলে। কিন্তু সে বিবস্ত্র অবস্থায় ছিল। সৎবাবা তার সর্বনাশ করেছে। এর আগে বড় ভাগনিকেও মিলাদ যৌন হয়রানি করেছে। কিন্তু মিলাদের নির্যাতনের ভয়ে আমার বোন তা প্রকাশ করেনি। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ভাইয়ের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু