হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্মীয় অনুভূতির মামলায় সাবেক মেয়রের বিরুদ্ধে চার্জ গঠন ১৬ মার্চ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জ গঠনের জন্য ১৬ মার্চ নির্ধারণ করেছে আদালত। আজ রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফরিদা ইয়াসমিনের আদালত নতুন তারিখ ধার্য করে এ আদেশ দেন। 

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বাঁশখালীতে দায়ের হওয়া মামলাটির আজ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জ গঠনের দিন ধার্য ছিল। এ সময় আদালতে শুনানি শেষে নতুন এ আদেশ দেন।’ 

শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, ‘এর আগে ২০১৯ সালে ১৭ অক্টোবর একই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ সংক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা করেন। পরে ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত মামলাটি অভিযোগ গঠন ও ডিসচার্জ শুনানির নির্দেশনা প্রদান করে মামলাটি নিম্ন বিচারিক আদালতে প্রেরণ করেন।’ 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালে দুর্গাপূজার সময় বাঁশখালী ৬ নম্বর বৈলছড়ি ইউনিয়নের পশ্চিম চেচুরিয়া গ্রামে একটি পূজা মণ্ডপে চসিকের সাবেক মেয়র মাহমুদুলের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠে। ওই ঘটনায় বাঁশখালী পূজা উদ্‌যাপন পরিষদের তৎকালীন যুগ্ম আহ্বায়ক স্বপন দাশ বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় মাহমুদুল ইসলাম চৌধুরীকে। 

উল্লেখ্য, জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯০ নাল পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেন। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল