হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

গ্রেপ্তার মো. ওমর রাহিম। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এক কিশোরীকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি মো. ওমর রাহিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুরের জমিদারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওমর রাহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাইমুনা আক্তার (১৫) নামের অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ও কুৎসা রটাতেন। এসব ঘটনায় অপমান সইতে না পেরে ওমর রাহিমকে দায়ী করে লেখা একটি চিরকুট ওই ছাত্রী আত্মহত্যার পর উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, ‘কিশোরী আত্মহত্যার পর থেকে ওমর পলাতক ছিলেন। প্রাথমিকভাবে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।’

ওমর রাহিমের বাড়ি কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামে। নিহত মাইমুনা আক্তার একই গ্রামের আবুধাবিপ্রবাসী মো. মামুনের মেয়ে। সে উপজেলার আল আরাফা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

র‍্যাব সূত্র জানায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওমর রাহিম বিভিন্ন সময়ে মাইমুনাকে উত্ত্যক্ত করতেন। ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওমর রাহিম আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে মাইমুনাকে নিয়ে ওমর এলাকায় বিভিন্ন কুৎসা রটান। এসব ঘটনায় অপমান সহ্য করতে না পেরে গত ২৩ অক্টোবর সকালে মাইমুনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর জন্য ওমরকে দায়ী ও তাঁর বিচার দাবি করে চিরকুট লেখে গেছে মাইমুনা। পরে পুলিশ ওই চিরকুট উদ্ধার করে।

আত্মহত্যা ঘটনার পরদিন মাইমুনার মা বাদী হয়ে কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৮ দিন পর ওমর রাহিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ