হোম > সারা দেশ > বান্দরবান

ফের বাংলাদেশে মিয়ানমারের মর্টার শেল: এক রোহিঙ্গা নিহত, আহত ৮ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

এবার বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে এসে পড়েছে মিয়ানমারের দুটি মর্টার শেল। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা। আহতদের মধ্যে ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তুমব্রু ওয়ার্ড মেম্বার দিল মোহাম্মদ ও গ্রাম পুলিশ আবদুল জাব্বারসহ বাজারের ব্যবসায়ীরা। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া এলাকায় মর্টারগুলো এসে পড়ে। 

স্থানীয়রা জানান, ৪ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার টানা দুদিন ধরে প্রচণ্ড গোলাগুলির আওয়াজে তুমব্রু বাজার ও আশপাশের এলাকা কেঁপে উঠছিল। ঠিক এ পরিস্থিতিতে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় পরপর ২টি মর্টার শেল এসে পড়ে মিয়ানমারের ভূখণ্ড থেকে। যার একটি পড়ে স্থানীয় কোনারপাড়ার বাসিন্দা শাহ আলম ড্রাইভারের বাড়ির পাশে। অপর একটি মর্টারশেল এসে পড়ে শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে। পরে গুরুতর আহত অবস্থায় ইকবাল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।   

তুমব্রু বাজারের ব্যবসায়ী ও বাজারে আসা স্থানীয়রা জানান, সকাল থেকেই তীব্র গোলাগুলি হওয়ায় তারা এমনিই আতঙ্কে আছেন। তার মধ্যে রাতে মর্টার শেল এসে পড়ায় লোকজন ছুটোছুটি করছে। অনেকে নিরাপদে আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছে। ঘুমধুমের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বাংলাদেশ সীমান্তের বেশ কাছাকাছি এলাকা দিয়ে মিয়ানমারের বেশ কয়েকটি যুদ্ধবিমানকে টহল দিতে দেখা গেছে। তবে বিমানগুলো বাংলাদেশের সীমান্ত পেরিয়েছে এমন খবর পাওয়া যায়নি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত