হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ২০ হাজার শিক্ষার্থী করোনা টিকা নেয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৫টি স্কুলের পাশাপাশি ৪টি কমিউনিটি সেন্টার ও স্টেডিয়ামে টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রায় এক মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হয়েছে আজ শনিবার। তবে তালিকায় থাকলেও অন্তত ২০ হাজার শিক্ষার্থী টিকা দিতে কেন্দ্রে কিংবা স্কুলে আসেনি। 

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে ১২-১৮ বছরের শিক্ষার্থী আছে ৮ লাখ ৬৪ হাজার ৭২ জন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৮১২ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। আগামী দুদিন বেশ কিছু উপজেলাতেও টিকা দেওয়া হবে। তবে নগরে আপাতত টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকবে। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘নগরে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শেষ করেছি। তবে উপজেলা পর্যায়ে আরও দুদিন টিকা কার্যক্রম চলবে।’ 

শনিবার প্রথম ডোজ নিয়েছে ২৬ হাজার ৬২৬ জন শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ নিয়েছে ৯ হাজার ২০৯ জন। নগর ও জেলা মিলিয়ে এখনো টিকার বাইরে রয়েছে ৫৩ হাজার ২৬০ জন। আগামী রোববার ও সোমবার আরও কয়েকটি উপজেলায় টিকা কার্যক্রম চলবে। এতে আরও কয়েক হাজার শিক্ষার্থী টিকার আওতায় আসবে। 

চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি বলেছেন, ‘আমরা সবার তালিকা করলেও বেশ কিছু শিক্ষার্থী টিকাকেন্দ্রে অনুপস্থিত ছিল। চট্টগ্রাম নগরে অন্তত ২০ হাজার শিক্ষার্থী এখনো টিকা নেয়নি। উপজেলা পর্যায়ে কতজন টিকা নেয়নি, সেটি টিকা কার্যক্রম শেষ হলে জানা যাবে।’ 

ফরিদুল আলম হোসাইনি বলেন, ‘কারা কারা টিকার আওতার বাইরে আছে তাদের তালিকা করা হবে। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাদের টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।’ 

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত