হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব দক্ষিণে প্রাইভেট কার ও অটোবাইকের সংঘর্ষে গৃহবধূ নিহত, স্বামী আহত

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাইভেট কার ও অটোবাইকের সংঘর্ষে অঞ্জু রানী শীল (৫০) নামের এক গৃহবধূ নিহত এবং তাঁর স্বামী আহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার টুরকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অঞ্জু রানী শীল মতলব দক্ষিণ উপজেলার চৌমুহনী দুর্গাপুর গ্রামের লবা শীলের স্ত্রী। এ ঘটনায় তাঁর আহত স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে যাই। নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’

চিকিৎসাধীন লবা শীল জানান, গতকাল স্ত্রী অঞ্জু রানীকে নিয়ে লবা শীল মতলব দক্ষিণ উপজেলার উপাধি গ্রাম থেকে শ্বশুরবাড়ি মুন্সিগঞ্জে যাওয়ার উদ্দেশে একটি অটোবাইকে করে রওনা দেন। উপজেলার টুর্কি এলাকায় এলে অটোবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। 

লবা শীল আরও জানান, দুর্ঘটনায় অটোবাইকটি দুমড়েমুচড়ে গেলে তিনি ও তাঁর স্ত্রী অঞ্জু রানী আহত হন। পরে তাঁদের সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কর্মরত চিকিৎসক অঞ্জু রানীর অবস্থা গুরুতর দেখে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। 

হাসপাতালের লোকজন জানান, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অঞ্জু রানীকে সময়মতো ঢাকায় নেওয়া হয়নি। এ কারণে তিনি হাসপাতালেই মারা যান।

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা