হোম > সারা দেশ > বান্দরবান

মাদক মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে মাদকদ্রব্য মামলায় নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বান্দরবান অতিরিক্ত দায়রা জজ আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে বান্দরবান জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবু হানিফ এই রায় ঘোষণা করেন। 

অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেবাশীষ দেবনাথ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক‍্যাম্পের বাসিন্দা। নুর মোহাম্মদের ঠিকানা পিতা-তবারক আলী, মাতা-নাছিমা খাতুন, সাং-এস পি এল নম্বর-৫০০৫৯৯, (প্রধান মাঝি-আ. শুক্কুর, (সাইড মাঝি-মৌলভী হালিম@কালা বোদা), স্থায়ী সাং-বালুখালী-২, এস-১, বি-৪, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নম্বর-২০ এক্সটেনশন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বাংলাদেশ। 

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ অক্টোবর সকাল ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুমের বেতবনুনিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নুর মোহাম্মদ নামে রোহিঙ্গা নাগরিককে আটক করে। এ সময় তাঁকে তল্লাশি করে বিভিন্ন প‍্যাকেটে থাকা মোট ৯ হাজার ৫০০ ইয়াবা জব্দ করে। এ ঘটনায় দায়ের হওয়া মাদকদ্রব্য আইনের মামলায় আসামি নুর মোহাম্মদকে আদালতের মাধ‍্যমে বান্দরবান কারাগারে পাঠানো হয়। উক্ত মাদকদ্রব্য মামলায় বুধবার বিজ্ঞ আদালত এ রায় দেন। 

অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী দেবাশীষ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, এই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ‍্যাডভোকেট তপন কুমার দাশ। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ‍্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির