হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসে বাগানবাড়ি ভাড়া করে মধুচাষ

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 

কুমিল্লার তিতাস উপজেলার শম্ভুপুর গ্রামে ফসলি জমির পাশে বাগানবাড়ি ভাড়া নিয়ে মৌ বাক্স স্থাপন করে মধুর চাষ করছেন টাঙ্গাইলের বাসিন্দা হাফিজুর (৪২)। উপজেলার একই গ্রামের ইসলাম মিয়ার পনেরো শতকের একটি আমবাগান তিন মাসের জন্য ৪ হাজার টাকায় ভাড়া নিয়ে ৩০০ মৌ বাক্স স্থাপন করে মধুর চাষ করছেন হাফিজুর।

সরিষাসহ বিভিন্ন গাছের ফুল থেকে শীতের ছয় মাস মধু আহরণ করে মৌমাছি। বর্ষার তিন মাস কোনো গাছে ফুল না থাকায় মৌমাছি মধু আহরণ করতে পারে না বলে সেগুলো বাঁচিয়ে রাখতে টাঙ্গাইল থেকে ২০ হাজার টাকায় দুটি ট্রাক ভাড়া করে ৩০০ বাক্স তিতাসের শম্ভুপুর গ্রামে নিয়ে আসেন মৌচাষি হাফিজুর।

হাফিজুর বলেন, `বর্ষার তিন মাস ফুলের সংখ্যা কম থাকায় আমি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাইষমারা গ্রাম থেকে ২০ হাজার টাকায় দুটি ট্রাক ভাড়া করে ৩০০ বাক্স নিয়ে এখানে এসেছি মৌমাছিগুলো বাঁচিয়ে রাখার জন্য। তিন মাসের জন্য বাগানটি ভাড়া নিয়েছি। এরই মধ্যে দুই মাস শেষ হয়েছে। আগামী মাসের ৫ তারিখে চলে যাব।'

হাফিজুর জানান, এখন ফুল না থাকায় মৌমাছির খাবার হিসেবে প্রতিদিন এক বস্তা চিনি কিনতে হয়। অগ্রহায়ণ মাস থেকে বিভিন্ন গাছে ফুল ফুটতে শুরু করলে তখন প্রতিটি বাক্স থেকে সপ্তাহে এক কেজি করে মধু সংগ্রহ করতে পারব। 

 ২০১১ সালে হাফিজুর প্রথম ১০টি বাক্স নিয়ে মৌচাষ শুরু করেন। বর্তমানে তাঁর ৩০০ বাক্স রয়েছে। এখন বছরে এক থেকে দেড় লাখ টাকা আয় করেন হাফিজুর।

উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, `তিতাস উপজেলায় বাণিজ্যিকভাবে মৌচাষি নেই। তবে আমাদের একটা তেল-ডাল প্রকল্প আছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ওই প্রকল্পের আওতায় যাঁরা সরিষা ও তিল চাষ করেন, তাঁদের একটি মৌ বাক্স দেওয়া হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির