হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে অটোচালককে হত্যার অভিযোগে স্ত্রী-সন্তানসহ আটক ৪ 

ফেনী প্রতিনিধি

ফেনীতে মো. ইলিয়াছ (৪৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে গতকাল রোববার রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ অটোরিকশা চালক ছিলেন। 

এ ঘটনায় নিহতের দুই ছেলে শাহ ফরান আসিফ (২০), সাখাওয়াত হোসেন রাকিব (১৮) ও হত্যার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী কহিনুর বেগম (৪০) ও পুত্র বধূ কামরুন্নাহার পান্নাকে (১৮) আটক করেছে ছাগলনাইয়া থানা-পুলিশ। 

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, ইলিয়াছ প্রায় মাদক সেবন করে ঘরে এসে স্ত্রী ও ছেলেদের সঙ্গে মাতলামি করত। রোববার রাত ৮টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। এ সময় ইলিয়াছ ও তার ছেলেদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। রাত ২টার দিকে ইলিয়াছকে তার ছেলেদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল তবে পরে কি হয়েছে তা জানা যায়নি।  

ওমর ফারুক আরও বলেন, বিষয়টি ছাগলনাইয়া থানা-পুলিশ জানলে সোমবার সকালে তাঁর বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।  

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সন্তানদের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়ে সত্যতা পাওয়া গেছে। নিহতের শরীরে বুক, পিঠ ও কানের নিচে ক্ষতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী ও পুত্রবধূসহ দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার