হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ির তিন দিকে প্রভাবশালীর দেয়াল, রাস্তার পাশে করতে হলো গোসল-কাফন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বাড়ির তিন দিকেই এক প্রভাবশালী দেয়াল তোলায় মো. ইদ্রিসের (৫০) মরদেহ ভেতরে নিতে পারেনি তাঁর পরিবার। এতে রাস্তার পাশেই গোসল ও কাফনের কাপড় পরানো হয়েছে ওই ব্যক্তির। 

আজ শুক্রবার উপজেলার সাতবাড়িয়া বহরমপাড়া মৌলবীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস ওই এলাকার আবদুল মাবুদের বড় ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) গভীর রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কক্সবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে মৃত্যুবরণ করেন। ভোরে তাঁর লাশ গ্রামের বাড়িতে আনা হয়। তবে বাড়ির তিন দিকেই ১০ ফুট উঁচু দেয়াল থাকায় লাশ ঘরে ঢোকাতে পারেনি পরিবার। অপর দিকে একটি খাই (খাল) থাকায় ঘরে কেউ যাতায়াত করতে পারে না। ফলে ইদ্রিসের লাশ রাস্তার পাশে রেখে দাফন-কাফনের ব্যবস্থা করেছেন তাঁর আত্মীয়স্বজন। 

ইদ্রিসের পিতা আবদুল মাবুদ বলেন, তাঁর ছেলের লাশ ঘরে নিতে না পেরে রাস্তার পাশে রেখে গোসল দেওয়ার পর ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জুমার নামাজের পর দাফন করা হয়। অথচ এ বিষয়ে দুই মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক লিখিত অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। 

আবদুল মাবুদ আরও বলেন, দেয়াল নির্মাণকারীরা ধনী ও প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ধরনের অমানবিক দৃশ্য দেখে এলাকার সাধারণ মানুষ হতবাক। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি উপজেলা ও থানা প্রসাশনকে জানানোর পরও আইনগত কোনো পদেক্ষপ নেয়নি প্রশাসন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিহিত করেছেন। 

মাহমুদা বেগম আরও বলেন, ‘ব্যক্তিগত জমিতে দেয়াল নির্মাণ করলে আমাদের কিছু করার থাকে না। আদালত তদন্ত প্রতিবেদন চাইলে সেটাতে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া যায়। আইনগতভাবে না হলে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে যায়। এরপরও বিষয়টি যেহেতু অমানবিক, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর