হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ময়লার ভাগাড়ে মিলল নবজাতক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে ময়লার ভাগাড় থেকে ফুটফুটে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার উবদি ব্রিজের নিচের ময়লার ভাগাড় থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন উত্তর আকালিয়া গ্রামের তিন যুবক।

এ বিষয়ে শিশু উদ্ধারকারীদের একজন উত্তর আকালিয়ার মো. সজীব (২২) বলেন, আমি এবং আমার দুই বন্ধু একই গ্রামের মো. সাব্বির মিয়া (২৪) ও মো. ফয়সাল (২৪) গতকাল সন্ধ্যা ৭টার দিকে উবদি ব্রিজ এলাকা দিয়ে যাওয়ার সময় ব্রিজের নিচে কান্নার মতো শুনতে পাই। প্রথমে মনে করেছিলাম বিড়াল। পরে লাইট মেরে দেখি নবজাতক শিশু। এরপর সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে বন্ধু সাব্বিরের মার হেফাজতে দেওয়া হয়। পরে বিষয়টি সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হককে জানাই। 

সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার বলেন, ‘নবজাতক শিশুটি এখন সাব্বিরের মায়ের হেফাজতে আছে। আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে নবজাতক শিশুর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’ 

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, ‘আমরা উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি দেখে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’ 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সেতারুজ্জামান বলেন, নবজাতক শিশুটিকে বর্তমানে সাব্বিরের মা মায়ের মমতা দিয়ে রাখছেন। শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হবে। এরপর তার জন্য যা যা দরকার করা হবে।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড