হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় এক তরুণীসহ তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৬৩ নম্বর ক্লাস্টারের জয়নাল হোসেন (২৪), মো. জুবায়ের (২৩) ও জোহরা খাতুন (১৫)।

জানা গেছে, আটক রোহিঙ্গারা কোম্পানীগঞ্জের মন্তাজখালী এলাকা দিয়ে এসে ভাসানচরের পাশে মহব্বতের খোপ নামক একটি জায়গা রয়েছেন। ফরিদ মাঝি নামে এক ব্যক্তি এটি পরিচালনা করছেন। রোহিঙ্গারা পালিয়ে এসে এখানে থাকে এবং বিভিন্ন দিকে চলে যায়। এই ফরিদ মাঝির সঙ্গে জেলেদের সম্পর্ক রয়েছে। ফরিদ মাঝি ও স্থানীয় জেলেদের সহযোগিতায় রোহিঙ্গারা ভাসানচর থেকে পালানোর সুযোগ পায়। 

এভাবে সাতজন রোহিঙ্গা ভাসানচর থেকে পালিয়ে আসে। তবে তাদের মধ্যে তিন জন ধরা পড়েছে। বাকিরা জেলা সদরের সোনাপুরের দিকে রওনা হয়। একদল বাঙালি মাছ ধরার পাশাপাশি অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ভাসানচর নদীর ঘাটে এনে আরেকটি বাঙালি দালাল চক্রের কাছে হস্তান্তর করে। এভাবে কিছু দালাল চক্র দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাদের পালানোর কাজে সহযোগিতা করছে।

চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এক কিশোরী ও দুই তরুণ সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে তারা সবাই রোহিঙ্গা। তখন তাদের আটক করে চরজব্বার থানায় খবর দেয় স্থানীয়রা। রাত পৌনে ১২টার দিকে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।’

পুলিশের উপপরিদর্শক আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফে যাওয়ার জন্য বের হয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল