হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে চেতনানাশক খাইয়ে ইমামের বাড়িতে চুরি

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের পেশ ইমাম ও তাঁর পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাতে চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন।

নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন মো. দেলোয়ার হোসেন (৪২), মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩)। হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম এবং একই এলাকার বাসিন্দা।

তাঁদের আত্মীয় আহমেদ উল্লা বলেন, গতকাল রাত ১১টার দিকে দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। পরে সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামার নিয়ে যায়।

আহমেদ উল্লা জানান, শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ইমামের বাড়ির পাশে শ্বশুরবাড়ি। পাশের নানাবাড়িতে থাকা পাঁচ বছর শিশু এসে মা-বাবাকে ডাকলে কেউ ঘুম থেকে না ওঠায় কান্নাকাটি করতে থাকে শিশুটি। তার চিৎকারে প্রতিবেশীরা এসে অজ্ঞান অবস্থায় দেখতে পান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির