হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত ইমামের মরদেহ উদ্ধার 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এক মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উখিয়ার রাজাপালং ইউপির ২০নং রোহিঙ্গা ক্যাম্পের সীমানা অংশের একটি ঝিরিতে কর্দমাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

নিহত ব্যক্তির নাম মৌলভী শামসুল আলম (৩৮), তিনি ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি-এইচ/ ৭৯ ব্লকের বাসিন্দা মৃত চান মিয়ার ছেলে। 

শামসুল আলম পেশায় মৌলভী, তিনি তাঁর শেডের নিকটবর্তী ১৭নং ক্যাম্পের বি-এইচ/ ৮৮ ব্লকের মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার কিছু পর এশার নামাজ শেষে বাড়িতে এলে ৪ / ৫ জনের একটি দল তাকে ডেকে নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক শামসুল আলম এর ইমামতিতে নিয়মিত মসজিদে নামাজ আদায় করা এক মুসল্লি জানান, শুক্রবার জুমার নামাজে খুতবায় আরসার ব্যাপারে মন্তব্য করেন শামুসল আলম। তিনি আরসার বিপথে যাওয়া সদস্যদের দ্বীনের পথে এসে কওম (জাতি) এর জন্য কাজ করার অনুরোধ করেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এই খুতবার কারণে আরসা সন্ত্রাসীরা শামসুল আলমকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে খুন করে। 

মরদেহ উদ্ধারের বিষয়টি দুপুরে নিশ্চিত করে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সকালে পুলিশ আগে থেকেই নিখোঁজ থাকা শামসুল আলম এর মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

নিহতের ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে উল্লেখ করে ছৈয়দ হারুনুর রশীদ আরও জানান, এ ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২