হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে স্বর্ণ পাচারের মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে স্বর্ণ পাচারের মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় হয়। 

দণ্ডিত ব্যক্তির নাম মাওলানা বেলাল উদ্দিন (৩৬), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। 

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। ঘটনার সময় আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ২০১৭ সালে জামিনে গিয়ে পলাতক থাকেন। আদালতে রায়ের পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে বেলাল উদ্দিনকে আটক করে র‍্যাবের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেসময় ওসব স্বর্ণের বারের মূল্য দেখানো হয় ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার পাঁচ টাকা। এই ঘটনার পরদিন র‍্যাব-৭ এর ডিএডি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। 

এ মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৬ সালে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। 

র‍্যাবের অভিযোগে, দুবাই থেকে এসব স্বর্ণ অবৈধভাবে দেশে আনা হয় বলে উল্লেখ করা হয়। এ সময় দুবাই প্রবাসী মহিউদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে বিমানবন্দর পার করার দায়িত্ব দিয়েছিল বলে অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে অভিযোগপত্রে মহিউদ্দিনের নাম-ঠিকানা পাওয়া না যাওয়ায় তাঁকে আসামি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ