হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটি শহরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম পূর্ণিমা চাকমা (১৯)। তিনি রাঙামাটি সরকারী মহিলা কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী। 

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পূর্ণিমার মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন কলেজছাত্রী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, এক কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়েছে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা ছাত্রীর মরদেহ পেয়েছি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পূর্ণিমার বাড়ি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে ভারত সীমান্তবর্তী বগাখালী গ্রামে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

হাসপাতালে পূর্ণিমার মরদেহ নিয়ে যাওয়া শচীন চাকমা (৩০) বলেন, মেয়েটি রাঙামাটি শহরের রাজবাড়িতে জনৈক বিনীতা দেওয়ানের বাড়িতে থাকতেন। সেখান থেকে পড়াশোনা করতেন। গত ২২ অক্টোবর জুরাছড়ি বন বিহারে কঠিন চীবর দানে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে সেখান থেকে ফিরে রাজবাড়িতে ফিরলে ঘরের লোকজন তাঁকে চুরিসহ নানা অপবাদ দিয়ে অপমান করে বলে শুনেছি। এরপর দুপুরে তাঁর মরদেহ পাওয়া যায়। আমি নিজে গিয়ে মরদেহ হাসপাতালে এনেছি। 

পূর্ণিমার মামাতো ভাই সুইডিশ পলিটেকনিক ছাত্র পলাশ চাকমা বলেন, পূর্ণিমা যে বাসায় থাকত সে বাসার লোকজন তাকে নির্যাতন করত জানি। বিভিন্ন সময় সে কথাগুলো তার বন্ধুদের সঙ্গে শেয়ার করত। আমি মনে করি, এ মৃত্যুর দায় বাসার মালিক এড়াতে পারে না। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত বলেন, আমরা এক কলেজছাত্রীর মরদেহ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 
তবে এ ব্যাপারে বিনীতা দেওয়ান পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বাড়িটি তালাবদ্ধ পাওয়া গেছে। 

পূর্ণিমার মামাতো ভাই পলাশ চাকমা বলেন, পূর্ণিমার বাবা বগাখালী থেকে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সেখানে পৌঁছাতে পারেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ