হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটি শহরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম পূর্ণিমা চাকমা (১৯)। তিনি রাঙামাটি সরকারী মহিলা কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী। 

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পূর্ণিমার মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন কলেজছাত্রী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, এক কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়েছে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা ছাত্রীর মরদেহ পেয়েছি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পূর্ণিমার বাড়ি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে ভারত সীমান্তবর্তী বগাখালী গ্রামে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

হাসপাতালে পূর্ণিমার মরদেহ নিয়ে যাওয়া শচীন চাকমা (৩০) বলেন, মেয়েটি রাঙামাটি শহরের রাজবাড়িতে জনৈক বিনীতা দেওয়ানের বাড়িতে থাকতেন। সেখান থেকে পড়াশোনা করতেন। গত ২২ অক্টোবর জুরাছড়ি বন বিহারে কঠিন চীবর দানে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে সেখান থেকে ফিরে রাজবাড়িতে ফিরলে ঘরের লোকজন তাঁকে চুরিসহ নানা অপবাদ দিয়ে অপমান করে বলে শুনেছি। এরপর দুপুরে তাঁর মরদেহ পাওয়া যায়। আমি নিজে গিয়ে মরদেহ হাসপাতালে এনেছি। 

পূর্ণিমার মামাতো ভাই সুইডিশ পলিটেকনিক ছাত্র পলাশ চাকমা বলেন, পূর্ণিমা যে বাসায় থাকত সে বাসার লোকজন তাকে নির্যাতন করত জানি। বিভিন্ন সময় সে কথাগুলো তার বন্ধুদের সঙ্গে শেয়ার করত। আমি মনে করি, এ মৃত্যুর দায় বাসার মালিক এড়াতে পারে না। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত বলেন, আমরা এক কলেজছাত্রীর মরদেহ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। 
তবে এ ব্যাপারে বিনীতা দেওয়ান পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বাড়িটি তালাবদ্ধ পাওয়া গেছে। 

পূর্ণিমার মামাতো ভাই পলাশ চাকমা বলেন, পূর্ণিমার বাবা বগাখালী থেকে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সেখানে পৌঁছাতে পারেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি