হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ও সমিতিরহাট ইউনিয়নে ইউপি নির্বাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এলাকা দুটিতে পৃথক এ ঘটনা ঘটে। 

উপজেলার জাফতনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আবদুল হালিম অভিযোগ করে বলেন, `জয় বাংলা স্লোগান দিয়ে তকিরহাট বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিনের কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছেন। এ সময় নৌকার পক্ষের সাত-আটজন কর্মী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। 

অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জিয়া উদ্দিন বলেন, ‘আমার সমর্থকেরা তকিরহাট বাজারে মিছিল করার সময় নৌকার সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমার ছয়-সাতজন কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’ 

অন্যদিকে একই সময়ে উপজেলার সমিতিরহাটে নৌকার নির্বাচনী কার্যালয়েও জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থী হারুন রশিদ ইমন বলেন, ‘এতে আমার ছয় থেকে সাতজন কর্মী আহত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের কর্মীরা এই হামলা চালিয়েছেন।’ 

নাসির উদ্দিনও এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উধোর পিণ্ডি ভুধোর ঘাড়ে চাপাতে তিনি এমন অভিযোগ করছেন। এলাকার লোকজন দেখেছে কারা কার ওপর হামলা করেছে।’ 

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির