হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেরোইন রাখার দায়ে চট্টগ্রামে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ সোমবার বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।

২১০ গ্রাম হেরোইন বহনের দায়ে এ মামলা করা হয়। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। রায় দেওয়ার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মনির হোসেনকে ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) এর ১ (খ) ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২২ অক্টোবর মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ জন্য পাঁচজনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২