হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেরোইন রাখার দায়ে চট্টগ্রামে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ সোমবার বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।

২১০ গ্রাম হেরোইন বহনের দায়ে এ মামলা করা হয়। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। রায় দেওয়ার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মনির হোসেনকে ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) এর ১ (খ) ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২২ অক্টোবর মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ জন্য পাঁচজনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে