হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানের ৬ ব্যবসায়ী পেলেন সেরা করদাতার সম্মাননা 

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার ছয়জন ব্যবসায়ী ২০২১-২২ করবর্ষের সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। গতকাল দুপুরে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহবুবুল আলম। 

সেরা করদাতা হলেন বান্দরবানের পরিবহন ও ঠিকাদার ব্যবসায়ী কাজল কান্তি দাশ, ঠিকাদার ব্যবসায়ী মো. নুরুল আবছার, মোহাম্মদ আলী, রাজু বড়ুয়া, হুরে জান্নাত হুরাইন ও সায়েদ মো. জুয়েল। 

জানা গেছে, গতকাল চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ৪২ জন সেরা করদাতাকেও এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

সহকারী কর কমিশনার আমিরুল ইসলাম ও তাসনিম আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কর অঞ্চল-১-এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মাহাবুবুল আলম, কর কমিশনার (অঞ্চল-৪) এম এম ফজলুল হক, কর কমিশনার এ কে এম হাসানুজ্জামান, কর আপিল কমিশনার মঞ্জু মান আরা বেগম, ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন, কর কমিশনার (অঞ্চল-৩) মো. মাহমুদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল