হোম > সারা দেশ > চট্টগ্রাম

বছর না যেতেই চট্টগ্রামে বৃষ্টিতে দেবে গেছে সড়ক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সংস্কার কাজ শেষ হওয়ার কয়েক মাস যেতে না যেতে বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা ডুমুরিয়া রুদুরা সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে ফাটল দেখা দিয়েছে। সড়কের অনেক জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। 

আজ রোববার ঘুরে দেখা গেছে, উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা বাংলাবাজার সড়কের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া একই ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়কে প্রবল বৃষ্টি আর জোয়ারের পানিতে ভেঙে গেছে। 

স্থানীয়রা জানান, রাস্তার কাজ করার সময় ঠিকাদার ঠিকমতো পাথর আর বিটুমিন দেয়নি। কয়েক মাস হচ্ছে সড়কটি সংস্কার করা হয়েছে। এখন বৃষ্টিতে সেখানে ভেঙে যাচ্ছে এবং ফাটল ধরেছে। দেবে গেছে সড়কের দু’পাশ। অনেক স্থানে পিচ উঠে ইট-পাথর বেরিয়ে পড়েছে। যে কোনো সময় সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

স্থানীয় চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ‘কয়েক দিনের টানা ভারীবর্ষন ও প্রবল জোয়ারের পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়ক ও ডুমুরিয়া রূদুরা বাংলাবাজার সড়ক।’ 
 
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান আজকের পত্রিকাকে বলেন, ’ কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে এবং ফাটল ধরেছে।’ যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট