হোম > সারা দেশ > চট্টগ্রাম

বছর না যেতেই চট্টগ্রামে বৃষ্টিতে দেবে গেছে সড়ক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সংস্কার কাজ শেষ হওয়ার কয়েক মাস যেতে না যেতে বৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারা ডুমুরিয়া রুদুরা সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে ফাটল দেখা দিয়েছে। সড়কের অনেক জায়গা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। 

আজ রোববার ঘুরে দেখা গেছে, উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা বাংলাবাজার সড়কের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া একই ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়কে প্রবল বৃষ্টি আর জোয়ারের পানিতে ভেঙে গেছে। 

স্থানীয়রা জানান, রাস্তার কাজ করার সময় ঠিকাদার ঠিকমতো পাথর আর বিটুমিন দেয়নি। কয়েক মাস হচ্ছে সড়কটি সংস্কার করা হয়েছে। এখন বৃষ্টিতে সেখানে ভেঙে যাচ্ছে এবং ফাটল ধরেছে। দেবে গেছে সড়কের দু’পাশ। অনেক স্থানে পিচ উঠে ইট-পাথর বেরিয়ে পড়েছে। যে কোনো সময় সড়কটি ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

স্থানীয় চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, ‘কয়েক দিনের টানা ভারীবর্ষন ও প্রবল জোয়ারের পানিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাতরী ইউনিয়নের কেঁয়াগড় সংযোগ সড়ক ও ডুমুরিয়া রূদুরা বাংলাবাজার সড়ক।’ 
 
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান আজকের পত্রিকাকে বলেন, ’ কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে এবং ফাটল ধরেছে।’ যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেওয়া হবে বলে জানান তিনি।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ