হোম > সারা দেশ > চট্টগ্রাম

কেইপিজেডে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কেইপিজেড এলাকায় শ্রমিকবাহী জিপের ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মিন্নত আলী দোভাষী এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। 

নিহত শিশুর নাম মোহাম্মদ আজমাইন। সে একই এলাকার মোহাম্মদ ছালেহ জঙ্গীর শিশু সন্তান। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে রাস্তায় সহপাঠীদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় কেইপিজেডের শ্রমিকবাহী দ্রুতগতিতে আসা একটি জিপ তাকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে এবং জিপসহ চালককে আটক করে। 

স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্ আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতগতিতে আসা কেইপিজেডের শ্রমিকবাহী জিপের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এ সময় স্থানীয়রা জিপের চালককে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেখানে ছুটে যায় এবং পুলিশকে খবর দেওয়া হয়।’ 

রাঙাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিন বছরের এক শিশু মারা গেছে। দুর্ঘটনাকবলিত জিপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আটক জিপের চালক মোহাম্মদ সাহাবুদ্দিন (৪০)।’ 

তিনি আরও বলেন, ‘শিশুটি মৃত্যুর খবর শুনে নিহতের স্বজন ও স্থানীয়রা সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট