হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের পর নতুনভাবে বাঁচতে চেয়েছিলেন ফাহমিদা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মৃত্যু যে তাঁর অবধারিত ছিল তা জানতেন ফাহমিদা কামাল। কারণ চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, তাঁর বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু তারপরও প্রেমিক মাহমুদুল হাসান বিয়ে করার পর নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলেন ফাহমিদা। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা সাইফুদ্দিন সাকী নাতনি ফাহমিদা মৃত্যুতে বলেন, ‘মাহমুদুল বিয়ে করাতে অনেকটা সুস্থ হয়েছিল ফাহমিদা। বিয়ের পর নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। কিন্তু আমাদের ফাহমিদা এখন আর নেই।’ 

পারিবারিক সূত্রে জানা যায়, ১০ দিন আগে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে মাহমুদুল হাসানের সঙ্গে বিয়ে হয় ফাহমিদার। সেদিন ফাহমিদা একদিনের জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। অসুস্থ হওয়ার আগের দিনগুলির মতোই সেদিন মুখে হাসি লেপ্টে ছিল। যে ফাহমিদা বিছানা ছেড়ে উঠতে পারতেন না, সেই তিনিই ওই দিন বিছানা থেকে উঠে বেনারসি শাড়ি পরেছেন। হাতে চুড়ি, গলায় অলংকার সাজে নতুন বউ সেজেছেন। আবার বরকে রিং পড়িয়ে দিয়ে অদল-বদল করেছেন গলার মালাও। 

ফাহমিদার বর মাহমুদুল হাসান নর্থ সাউথ থেকে এমবিএ করেছেন। আর চট্টগ্রাম নগরের দক্ষিণ বাকলিয়াতে জন্ম নেওয়া ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছেন। তাঁদের মধ্যে অনেক দিনের পরিচয়। এক সময় তাদের মধ্যে গড়ে উঠে সখ্যতা। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। সেই ভালোবাসা থেকে ঘর বাঁধার স্বপ্ন ছিল দুজনে। কিন্তু হঠাৎ ২০২১ সালের জানুয়ারিতে ধরা পড়ে ফাহমিদার শরীরে দানা বেঁধেছে রেক্টাম ক্যানসার। সঙ্গে সঙ্গে ফাহমিদাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার এবং পরবর্তীতে ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ এক বছর চিকিৎসা চলে। 

ফাহমিদার ক্যানসার শেষ পর্যায়ে থাকায় চিকিৎসকেরা জানিয়ে দেন, ফাহমিদার বেঁচে থাকার সম্ভাবনা নেই। পরে পরিবার ফাহমিদাকে দেশে নিয়ে আসেন। গত ১ মার্চ ভর্তি করান চট্টগ্রাম মেডিকেল সেন্টারে। সেখানে ডা. সাজ্জাদ বিন ইউসুফের তত্ত্বাবধানে ছিলেন তিনি। 

মেডিকেল সেন্টারে ৯ দিন ছিলেন ফাহমিদা। গত ৯ মার্চ প্রেমিক মাহমুদুল পরিবারের সম্মতিতে ফাহমিদাকে বিয়ে করেন। বিয়ের পর ১৩ মার্চ ফাহমিদা হাসপাতালে থাকতে না চাইলে ১৪ মার্চ রাতে হাসপাতাল থেকে দক্ষিণ বাকলিয়ায় তাঁর বাসায় নেওয়া হলেও একদিন পর ফের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ সোমবার সকালে মৃত্যু হয় ফাহমিদার। 

ফাহমিদার মরদেহ চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বিকেলে বাদ আসর তাঁর জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক