চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাপন বড়ুয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও পাঁচজন। নিহত পাপন বড়ুয়া উপজেলার বাগোয়ানের দেওয়ানপুরের সংঘ বড়ুয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বেলা সাড়ে ১১টা দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কমলার দিঘিসংলগ্ন সিএনজি গ্যাস স্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ নোয়াপাড়া পুলিশ ক্যাম্পে রয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।