কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় কলেজছাত্র মুহাম্মদ রাকিব (১৮) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ডিগ্রি কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অবরোধ করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে ডুলাহাজারা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিবকে বাস ধাক্কা দেয়। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার তাঁর মৃত্যু হয়।
পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিবের মৃত্যুর পর সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাসচালককে গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় কয়েক শ শিক্ষার্থী ডুলাহাজারা ডিগ্রি কলেজ গেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে শিক্ষার্থীরা চালক ও সহকারীর বিচার, কলেজ গেটে সড়কে গতিরোধক স্থাপন, কলেজে যাতায়াতের সময় প্রতিটি বাসে কয়েকজন করে শিক্ষার্থী পরিবহনসহ কয়েকটি দাবি তোলে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিবহনমালিকেরা সব ধরনের দাবি মেনে নিয়েছেন। কলেজের সামনে গতিরোধক স্থাপন করে দেওয়া কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউএনও জেপি দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের ঘটনাটি দুঃখজনক। শিক্ষার্থীরা কিছু দাবি তোলে; তা পূরণের আশ্বাস দিয়ে কলেজে ফেরানো হয়েছে। কলেজে শিক্ষার্থী ও পরিবহনমালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।