হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকার শাড়ি জব্দ, আটক ২ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় শাড়ি বহনকারী দুই মাইক্রোবাসের চালককে আটক করা হয়। 

গতকাল সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচ থেকে শাড়িগুলো জব্দ করা হয়। 

আটকেরা হলেন গাড়িচালক মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৭) ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৬)। 

পুলিশ জানায়, গতকাল রাতে মিরসরাই পৌর বাজারে ফুটওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী লেইনে অভিযান চালিয়ে পুলিশ দুটি মাইক্রো জব্দ করে। গাড়ি দুটি তল্লাশি করে ৩১টি গাইডে ২ হাজার ৩০৫টি শাড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চোরাকারবারিরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদে মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় শাড়িসহ দুটি মাইক্রো জব্দ করা হয়। 

ওসি আরও বলেন, গাড়িচালক সোহাগ এর আগেও ভারতীয় শাড়ি চোরাচালানের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি পুনরায় চোরাচালানে জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ