হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারত থেকে চোরাই পথে আসা কোটি টাকার শাড়ি জব্দ, আটক ২ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে আসা ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় শাড়ি বহনকারী দুই মাইক্রোবাসের চালককে আটক করা হয়। 

গতকাল সোমবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচ থেকে শাড়িগুলো জব্দ করা হয়। 

আটকেরা হলেন গাড়িচালক মিরসরাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে মো. সোহাগ (৩৭) ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের মো. নুরুল হকের ছেলে রেজাউল করিম (২৬)। 

পুলিশ জানায়, গতকাল রাতে মিরসরাই পৌর বাজারে ফুটওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী লেইনে অভিযান চালিয়ে পুলিশ দুটি মাইক্রো জব্দ করে। গাড়ি দুটি তল্লাশি করে ৩১টি গাইডে ২ হাজার ৩০৫টি শাড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চোরাকারবারিরা সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদে মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় শাড়িসহ দুটি মাইক্রো জব্দ করা হয়। 

ওসি আরও বলেন, গাড়িচালক সোহাগ এর আগেও ভারতীয় শাড়ি চোরাচালানের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে তিনি পুনরায় চোরাচালানে জড়িয়ে পড়েন। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী