হোম > সারা দেশ > চট্টগ্রাম

সহকর্মীকে হত্যার দায়ে চট্টগ্রামে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক যুগ আগে চট্টগ্রাম মহানগরীতে সহকর্মীকে হত্যার দায়ে মো. কাউসার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। 

আজ সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন। 

রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এ বি সিদ্দিকের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫ অক্টোবর মহানগরীর বন্দরটিলা এলাকায় সিগারেট কোম্পানির কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠে শিক্ষানবিশ কর্মকর্তা মো. কাউসারের (৪২) বিরুদ্ধে। 

ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে কাউসারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বছর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

আদালতের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।

কানু রাম আরও বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল