হোম > সারা দেশ > চট্টগ্রাম

সহকর্মীকে হত্যার দায়ে চট্টগ্রামে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক যুগ আগে চট্টগ্রাম মহানগরীতে সহকর্মীকে হত্যার দায়ে মো. কাউসার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। 

আজ সোমবার অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন। 

রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার উত্তর উপাদি এলাকার এ বি সিদ্দিকের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ৫ অক্টোবর মহানগরীর বন্দরটিলা এলাকায় সিগারেট কোম্পানির কর্মকর্তা বজলুর রহমানকে ছুরিকাঘাতের হত্যার অভিযোগ উঠে শিক্ষানবিশ কর্মকর্তা মো. কাউসারের (৪২) বিরুদ্ধে। 

ওই ঘটনায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে কাউসারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনার দিনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বছর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

আদালতের অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি কাউসারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পরে আদালতের সাজা পরোয়ানামূলে আসামিকে কারাগারে পাঠানো হয়।

কানু রাম আরও বলেন, মামলাটিতে রাষ্ট্রপক্ষ নয়জন সাক্ষী উপস্থাপন করেছে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা