হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ২ জন গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামির অস্ত্রের খোঁজ নেই 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাতকানিয়ায় শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজনের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রধান আসামির অস্ত্র উদ্ধার করা যায়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী এক নেতার ইন্ধনে প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সক্রিয় নয় পুলিশ। 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দুজন থেকে অস্ত্র উদ্ধার করা গেছে। প্রধান আসামি থেকে এখনো অস্ত্র উদ্ধার করা যায়নি। তাকে আবার রিমান্ডে নেব। ব্যবহৃত অস্ত্র উদ্ধারে প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।’ 

এর আগে ২৩ এপ্রিল উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গুলিবিদ্ধ হন পাঁচ বছরের এক শিশুসহ দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত সোমবার ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে এক নম্বর আসামি করা হয় আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিককে। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রধান আসামির পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্যের সহকারী দেলায়ার হোসেন বেলালের স্ট্যাটাস নিয়ে চলছে সমালোচনার ঝড়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ