হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় ২ জন গুলিবিদ্ধের ঘটনায় প্রধান আসামির অস্ত্রের খোঁজ নেই 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাতকানিয়ায় শিশুসহ দুজন গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজনের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রধান আসামির অস্ত্র উদ্ধার করা যায়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী এক নেতার ইন্ধনে প্রধান আসামি আরিফুল ইসলাম মানিকের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে সক্রিয় নয় পুলিশ। 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দুজন থেকে অস্ত্র উদ্ধার করা গেছে। প্রধান আসামি থেকে এখনো অস্ত্র উদ্ধার করা যায়নি। তাকে আবার রিমান্ডে নেব। ব্যবহৃত অস্ত্র উদ্ধারে প্রয়োজনে আবারও অভিযান চালানো হবে।’ 

এর আগে ২৩ এপ্রিল উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামের মদিনানগর এলাকায় গুলিবিদ্ধ হন পাঁচ বছরের এক শিশুসহ দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত সোমবার ৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এতে এক নম্বর আসামি করা হয় আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিককে। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রধান আসামির পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্যের সহকারী দেলায়ার হোসেন বেলালের স্ট্যাটাস নিয়ে চলছে সমালোচনার ঝড়।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ