হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে আওয়ামী লীগকে হটিয়ে ফের নিউমার্কেট দখলে নিল ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগকে হটিয়ে চট্টগ্রামের কোতোয়ালির নিউমার্কেট মোড় দখলে নিয়েছে ছাত্র-জনতা। সেখানে হাজার হাজার মানুষ সরকার পতনের স্লোগান দিচ্ছে। আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর ফের ওই এলাকার দখল নেয় ছাত্র–জনতা। নিউমার্কেট ছাড়াও শহরের জিইসি মোড়, ২ নম্বর গেটও দখলে রেখেছে তারা।

এদিকে আজ বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন জায়গায় সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ৭৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সকাল থেকে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। তাদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা আওয়ামী লীগের মাইক ভাঙচুর করে আন্দোলনকারীরা। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। অন্যদিকে ছাত্রলীগের এক নেতাকে গুলি ছুড়তে দেখা যায়। তিনি সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ফয়সাল। তিনি রিভলবার নিয়ে গুলি ছোড়েন। ওই সময় ১৬ জন আহত হয়। পরে ওই স্থান আওয়ামী লীগের কর্মীরা দখলে নেন।

সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৯টা থেকে নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। এর আগে একই জায়গায় সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। এ উপলক্ষে নিউমার্কেটের আশপাশে মাইক লাগান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেগুলো ভাঙচুর করে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। বেলা ১১টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে সরকার পতনের আন্দোলন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। 

সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানা ও সিটি কলেজের সড়ক থেকে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করেন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। সিটি কলেজের গলি থেকে আন্দোলনকারীদের দিকে বেশ কয়েকটি গুলি ছোড়েন ফয়সাল নামের ছাত্রলীগ নেতা। একই সঙ্গে পুলিশও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। পরে নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বক্তব্য দেন।

এর আগে গতকাল শনিবার দুপুর থেকে কোতোয়ালি থানার নিউমার্কেট মোড় দখলে নিয়ে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেয়। সেখানে হাজার হাজার আন্দোলনকারী অংশ নিয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট