হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চাক্তাই খালে অজ্ঞাতনামা ব্যক্তির হাত বাঁধা মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের রুমঘাটা এলাকার চাক্তাই খাল থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে কোতোয়ালি থানাধীন সিঅ্যান্ডবি পোলসংলগ্ন রুমঘাটার পেছনের চাক্তাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় বাসিন্দারা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধারণা করছে, লাশটি ভেসে চাক্তাই খালে এসেছে। নিহত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ বছর হবে।

কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল আফরাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মৃতের বিষয়ে কেউ এখনো পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, লোকটি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

সন্ধ্যা সোয়া ৭টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত