হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জিনিসপত্রের দাম কমুক, দেশে শান্তি চাই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জিনিসপত্রের দাম কমুক, দেশে শান্তি চাই। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, জিনিসপত্রের দাম কমাতে। আশা করি দাম আরও কমাবেন— কথাগুলো বলছিলেন আছিয়া খাতুন (৫৫)। আকবরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সমাবেশে এসেছেন প্রধানমন্ত্রীকে একনজর দেখতে।

এদিকে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা, উপজেলা থেকে সকাল ৮টা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে ঢোকেন তাঁরা। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসবেন বেলা আড়াইটার দিকে। ৩টার দিকে তিনি বক্তব্য দেবেন। দলের নেতা-কর্মী ছাড়াও প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রব্য মূল্য কমিয়ে দেশে শান্তি বজায় রাখা।

বাদাম বিক্রেতা আনিসুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে সারা দিন বাদাম বিক্রি করে সংসার সামলে কিছু টাকা হাতে থাকত। এখন জিনিসপত্রের দাম বাড়ায় টাকা জমা রাখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমানোর জন্য তিনি কোনো উদ্যোগ নেবেন।’

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে কেবল মাঠ ও আশপাশের এলাকায় ৭ হাজারের বেশি পুলিশ থাকছে।

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা