হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জিনিসপত্রের দাম কমুক, দেশে শান্তি চাই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জিনিসপত্রের দাম কমুক, দেশে শান্তি চাই। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, জিনিসপত্রের দাম কমাতে। আশা করি দাম আরও কমাবেন— কথাগুলো বলছিলেন আছিয়া খাতুন (৫৫)। আকবরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সমাবেশে এসেছেন প্রধানমন্ত্রীকে একনজর দেখতে।

এদিকে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা, উপজেলা থেকে সকাল ৮টা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে ঢোকেন তাঁরা। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসবেন বেলা আড়াইটার দিকে। ৩টার দিকে তিনি বক্তব্য দেবেন। দলের নেতা-কর্মী ছাড়াও প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রব্য মূল্য কমিয়ে দেশে শান্তি বজায় রাখা।

বাদাম বিক্রেতা আনিসুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে সারা দিন বাদাম বিক্রি করে সংসার সামলে কিছু টাকা হাতে থাকত। এখন জিনিসপত্রের দাম বাড়ায় টাকা জমা রাখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমানোর জন্য তিনি কোনো উদ্যোগ নেবেন।’

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে কেবল মাঠ ও আশপাশের এলাকায় ৭ হাজারের বেশি পুলিশ থাকছে।

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ