হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘জিনিসপত্রের দাম কমুক, দেশে শান্তি চাই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জিনিসপত্রের দাম কমুক, দেশে শান্তি চাই। প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, জিনিসপত্রের দাম কমাতে। আশা করি দাম আরও কমাবেন— কথাগুলো বলছিলেন আছিয়া খাতুন (৫৫)। আকবরশাহ থেকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সমাবেশে এসেছেন প্রধানমন্ত্রীকে একনজর দেখতে।

এদিকে পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে প্রবেশ করতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা, উপজেলা থেকে সকাল ৮টা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে সভাস্থলে ঢোকেন তাঁরা। প্রধানমন্ত্রী সমাবেশস্থলে আসবেন বেলা আড়াইটার দিকে। ৩টার দিকে তিনি বক্তব্য দেবেন। দলের নেতা-কর্মী ছাড়াও প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা দ্রব্য মূল্য কমিয়ে দেশে শান্তি বজায় রাখা।

বাদাম বিক্রেতা আনিসুর রহমান বলেন, ‘পাঁচ বছর আগে সারা দিন বাদাম বিক্রি করে সংসার সামলে কিছু টাকা হাতে থাকত। এখন জিনিসপত্রের দাম বাড়ায় টাকা জমা রাখতে পারি না। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, জিনিসপত্রের দাম কমানোর জন্য তিনি কোনো উদ্যোগ নেবেন।’

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ আগে থেকে জনসভাস্থলসহ সম্ভাব্য সব স্থানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে কেবল মাঠ ও আশপাশের এলাকায় ৭ হাজারের বেশি পুলিশ থাকছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক