হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসা-আরএসও সংঘর্ষে দুজন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক সংঘর্ষের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ও জামতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ৮ ডব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

মোহাম্মদ ইকবাল আরও বলেন, এদিকে আজ বুধবার ভোরে উখিয়ার জামতলী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৫ নম্বর ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতকারীর সঙ্গে আরএসওর গোলাগুলি হয়। এ সময় আরসার সন্ত্রাসীরা মোহাম্মদ আরাফাত নামের এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।

উখিয়া থানার পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তা ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও রোহিঙ্গা নেতাদের ভাষ্যমতে, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২