হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসা-আরএসও সংঘর্ষে দুজন নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক সংঘর্ষের ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে উপজেলার বালুখালী ও জামতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বলছে, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষে তাঁদের মৃত্যু হয়।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ৮ ডব্লিউ ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউসুফ নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ইউসুফ আরসার কিলিং স্কোয়াডের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।

মোহাম্মদ ইকবাল আরও বলেন, এদিকে আজ বুধবার ভোরে উখিয়ার জামতলী রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৫ নম্বর ক্যাম্পে আরসার একদল দুষ্কৃতকারীর সঙ্গে আরএসওর গোলাগুলি হয়। এ সময় আরসার সন্ত্রাসীরা মোহাম্মদ আরাফাত নামের এক রোহিঙ্গা কিশোরকে তুলে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।

উখিয়া থানার পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তা ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও রোহিঙ্গা নেতাদের ভাষ্যমতে, রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী সংগঠনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি