হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

লক্ষ্মীপুরে কমিটি ঘোষণার পরই অর্ধশত পদত্যাগ, বাতিল দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের একাংশের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা। ইতিমধ্যে অর্ধশতাধিক সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছেন। সেই সঙ্গে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।

গতকাল রোববার রাতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষরে লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়। ২৪০ জনের কমিটিতে আরমান হোসাইন আহ্বায়ক ও সাহেদুর রহমান রাফি সদস্যসচিব হয়েছেন। অপর দিকে সাইফুল ইসলাম মুরাদ মুখ্য সংগঠক ও মো. বাইজিদ হোসাইন মুখপাত্র পদ পেয়েছেন। এ ছাড়া ৪৮ জন যুগ্ম আহ্বায়ক, ৫৫ জন যুগ্ম সদস্যসচিব, ১৬ জন সংগঠক ও ১১৭ জন সদস্য।

এই কমিটি বাতিলের দাবিতে আজ সোমবার সংবাদ সম্মেলন করেছে ছাত্র আন্দোলনের একাংশ। লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম সদস্যসচিব আবদুর রহিম ও মেহেদী হাসান নিরব অভিযোগ করেন, আন্দোলনে যাঁরা জীবন-বাজি রেখে মাঠে-ময়দানে ছিলেন, তাঁদের মূল্যায়ন না করে অন্য জেলার লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক আরমান নোয়াখালীর বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজে শিবিরের সভাপতি ছিলেন। সাধারণ ছাত্রদের না রেখে শিবিরের কমিটি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত অর্ধশতাধিক নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। এটি আরও বাড়বে। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করে যোগ্য ছাত্রদের দিয়ে নতুন কমিটি করার আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্র-জনতাকে নিয়ে পাল্টা কমিটি করার ও নতুন কমিটিকে অবাঞ্ছিত আখ্যায়িত করার ঘোষণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিটিতে স্থান পাওয়া যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান হাসিব, মতিউর আরিফ, ইকরাম মাহমুদ ফাহাদ, সাকিবুল আলমসহ ৩০ জন।

এ বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির আহ্বায়ক আরমান বলেন, ‘একটি গোষ্ঠী এই কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে এসব কথাবার্তা বলছে। জুলাই-আগস্টে যাঁরা মাঠে ছিলেন, তাঁদের দিয়ে কমিটি করা হয়েছে। চমৎকার একটি কমিটি হয়েছে। ভবিষ্যতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাঁদের অধিকারের জন্য কাজ করবেন।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২