হোম > সারা দেশ > কক্সবাজার

সমুদ্রে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ পর্যটকের নাম মো. রাহাদ (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ পর্যটকের স্বজনদের বরাতে মনজুর মোরশেদ বলেন, আজ সোমবার সকালে খালা-খালুর পরিবারের সদস্যদের সঙ্গে মো. রাহাদও কক্সবাজার বেড়াতে আসেন। তারা হোটেলে ওঠার পর সৈকতে ঘুরতে বের হন। ঘোরাঘুরির একপর্যায়ে খালাতো ভাই-বোনদের সঙ্গে ডিভাইন রিসোর্ট সংলগ্ন সৈকতে গোসলে নামেন। 

এতে স্রোতের টানে তারা চারজন ভেসে যেতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও রাহাদ সাগরে ভেসে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক লাইফ গার্ড ও বিচকর্মিরা ঘটনাস্থলে উদ্ধারে নামলেও রাহাদের সন্ধান পাননি। 

টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের পাশাপাশি টুরিস্ট পুলিশের সদস্যরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সি সেইফ লাইফ গার্ডের সুপার ভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল থেকে সাগর উত্তাল রয়েছে। বাতাসের চাপও আছে। এ কারণে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিপৎসংকেত দিয়ে লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। বিচ কর্মী ও লাইফগার্ড কর্মীরা ঝুঁকির কথা বলে পর্যটকদের সতর্ক করছে। তারপরও অনেক পর্যটক নির্দেশনা না মেনে উত্তাল সাগরে গোসলে নেমে বিপদের সম্মুখীন হচ্ছেন।

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে