হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ঝরনায় নিখোঁজ তিন বন্ধুর দুইজনের মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া নাপিত্তাছড়া ঝরনা দেখতে এসে নিখোঁজ তিন বন্ধুর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১১টায় তাঁরা পাহাড়ি ঝরনা দেখতে আসেন। রাত ৮টায় উদ্ধার হয় চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝরনার পাশের একটি ছড়া থেকে উদ্ধার করা হয়েছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ছাত্র মাসুদ আহম্মেদ তানভীরের মরদেহ। এখনো সন্ধান মেলেনি তানভীরের ছোট ভাই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের।

বন্ধুদের খোঁজে রোববার থেকে ফুয়াদ হাসান, মেহেদী হাসানসহ কলেজের সহপাঠীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন মিরসরাই থানায়। 

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, ইশতিয়াকুর রহমান প্রান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তানভীরের মরদেহ থানায় আনা হয়েছে। তারেকের সন্ধান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও তারেকের বন্ধুরা। 

মাসুদ আহম্মেদ তানভীর (২৪) ও তৌফিক আহম্মেদ তারেকের (২০) বাবা শাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ হয়ে শয্যাশায়ী। মা কামরুন্নাহার সন্তানের মরদেহ উদ্ধারের খবর পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় ছুটে আসেন। দুই সন্তানকে হারিয়ে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছেন। থানার সামনে বড় সন্তানের মরদেহ কফিনে মোড়ানো দেখে মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। 

উল্লেখ্য, গতকাল রোববার মিরসরাইয়ের নাপিত্তার ছড়া ঝরনার চূড়ায় ওঠার পর নিচে পড়ে যান দুই সহোদর তানভীর ও তারেক এবং তাঁদের বন্ধু ইশতিয়াকুর। ইশতিয়াক জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জাকারিয়ার ছেলে। চট্টগ্রামের হালি শহর বি ব্লকে তাঁর বাড়ি। তানভীর ও তারেকের বাড়ি ৩ নং রোডে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে