হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ‍্যংছড়িতে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানে অস্ত্র মামলায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া এ রায় দেন। 

আসামিরা হলেন-কক্সবাজার সদর এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজ এলাকা থেকে অস্ত্র–গুলিসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি এলজি রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার তৎকালীন এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক সাক্ষী প্রমাণের ভিত্তিতে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করীম বলেন, ‘অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল-১। আসামিরা আদালতে যুক্তিতর্কের দিন হাজির ছিলেন। রায় ঘোষণার দিন ছিল না। পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির