হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ‍্যংছড়িতে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানে অস্ত্র মামলায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া এ রায় দেন। 

আসামিরা হলেন-কক্সবাজার সদর এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজ এলাকা থেকে অস্ত্র–গুলিসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি এলজি রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার তৎকালীন এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক সাক্ষী প্রমাণের ভিত্তিতে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করীম বলেন, ‘অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল-১। আসামিরা আদালতে যুক্তিতর্কের দিন হাজির ছিলেন। রায় ঘোষণার দিন ছিল না। পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত