হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ‍্যংছড়িতে অস্ত্র মামলায় দুজনের ১০ বছরের কারাদণ্ড

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানে অস্ত্র মামলায় দুজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের জজ মো. ফজলে এলাহী ভূইঁয়া এ রায় দেন। 

আসামিরা হলেন-কক্সবাজার সদর এলাকার সামসুল হুদার ছেলে আমান উল্লাহ ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে নুর আহম্মদ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৬ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ছালেহ আহম্মদ ব্রিজ এলাকা থেকে অস্ত্র–গুলিসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি ও একটি এলজি রাইফেল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানার তৎকালীন এস আই মোখলেছুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক সাক্ষী প্রমাণের ভিত্তিতে বান্দরবান স্পেশাল ট্রাইব্যুনাল-১ বিশেষ আদালতের বিচারক আসামিদের দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল করীম বলেন, ‘অস্ত্র মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল-১। আসামিরা আদালতে যুক্তিতর্কের দিন হাজির ছিলেন। রায় ঘোষণার দিন ছিল না। পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির